চট্টগ্রামে লোহাগাড়া উপজেলায় ২০ নভেম্বর দুপুরে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি ও গুণগতমান ঘুরে দেখেন। এছাড়াও তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত পাঠে অংশগ্রহণের ব্যাপারে উৎসাহ প্রদান করেন। এর আগে তিনি পদুয়া বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।