চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্র হণ অনুষ্ঠান গত শনিবার (২৩ নভেম্বর) বিকেলে লোহাগাড়া সদরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।অনুষ্ঠানে সভাপতিত্ব এবং শপথবাক্য পাঠ করান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আবু তাহের।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী। লোহাগাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম সিকদার, ব্যবসায়ী আলহাজ্ব শাহাবুদ্দীন চৌধুরী, লোহাগাড়া প্রেসক্লাব’র যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলো প্রতিনিধি কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টিভি প্রতিনিধি এরশাদ আলম, অর্থ সম্পাদক দৈনিক সকালের সময় প্রতিনিধি মোজাহিদ হোছাইন সাগর, প্রচার সম্পাদক বাংলা এডিশন প্রতিনিধি এহতেশামুল হক রাব্বী, দপ্তর সম্পাদক বিজয় টিভি প্রতিনিধি মোক্তার হোসেন, ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক সময়ের আলো প্রতিনিধি আরিফুল ইসলাম রিফাত, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, দৈনিক আজাদী প্রতিনিধি মারুফ ,দৈনিক যুগান্তর প্রতিনিধি জাহেদুল ইসলাম, দৈনিক দিনকাল প্রতিনিধি দেলোয়ার হোসেন রশিদী, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রায়হান সিকদার, এশিয়ান টিভি প্রতিনিধি সাইফুল ইসলাম , দৈনিক আনন্দবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ, আনন্দ টিভি প্রতিনিধি আবদুল ওয়াহাব, সাধারণ সদস্য যথাক্রমে দৈনিক চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি সাত্তার সিকদার, দৈনিক খবর পত্র প্রতিনিধি আতাউর রহমান মাসুদ, দৈনিক নিউজ চাটগাঁ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ।অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে বলেন, টেকসই উন্নয়নের জন্যে বস্তুনিষ্ঠ গণমাধ্যম অপরিহার্য। দেশের উন্নয়ন-অগ্রগতিতে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। মানুষের মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায্যতা এবং মানবাধিকার সুনিশ্চিত করতে শক্তিশালী ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম প্রয়োজন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম বান্ধব। গণমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আবু তাহের বলেন, সাংবাদিকদের ইতিবাচক সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক,বড় হাতিয়ার সাবেক চেয়ারম্যান এম ডি জুনায়েদ চৌধুরী,ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম সিকদার। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত ও শেষে মুনাজাত করেন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক । আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক ও ২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করা হয়। উল্লেখ্য : গত ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাড়ম্বর পরিবেশে সুষ্ঠু, অবাধ,নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের দৃষ্টান্ত স্থাপন করে গোপন ব্যালটের মাধ্যমে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।