নড়াইলের লোহাগড়া থানায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও এক সদস্য পুলিশের কাছে ধরা পড়েছে। রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদ ও এসআই তরুণ কুমার অধিকারীর সমন্বয়ে একটি চৌকস দল অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার কালনা হাওয়া ভাটার পাশে তার বোনের বাড়ির নিকট থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. রুবেল সিকদার (৩০), লোহাগড়া ইউনিয়নের চর করফা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রুবেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অপহরণের মোট ১২টি মামলা রয়েছে। সে একটি দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
এর আগে গত ২ আগস্ট লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় থেকে এই চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করে পুলিশ এবং তাদের কাছ থেকে ৭টি মোটরসাইকেল জব্দ করে। রুবেল সেই সময় উপস্থিত থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
গ্রেফতার হওয়ার পর রুবেল পুলিশের কাছে স্বীকার করেছে যে, ২ আগস্টের ডাকাতির প্রস্তুতির সময় সে ঘটনাস্থলে উপস্থিত ছিল।
লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা রুবেলকে আটক করেছি। তাকে ২ আগস্টের ডাকাতির প্রস্তুতির মামলায় (মামলা নং ২, তারিখ ২/৮/২৫) গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।”