অভিযোগ সূত্রে জানা যায় শুক্রবার বিকেল পাঁচটা থেকে ছয়টার ভিতরে। গোসারহাট উপজেলার ইউনিয়নের চর সামন্ত সার গ্রামের। মৃত কালাচাঁদ সরদারের ছেলে জালাল সরদার একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। বিল্লাল হোসেনের স্ত্রীর বেগমের বসত ঘরের সামনে দিয়ে।বৃষ্টির পানির সাথে বাড়ির মাটি পানের সাথে চলে যায়। তাই শারমিন বেগম মাটি দিয়ে একটি আইল বা একটি বেড়া তৈরি করে। ওই আইল বা বেড়া কোদাল নিয়ে কাটতে আসেনবিল্লাল হোসেনের স্ত্রী। শিরিন বেগম। জালাল সরদারের স্ত্রী শারমিন বেগম ও তার ভাই হেলেন সরদার। এ সময় বাধা দিতে আসে স্ত্রীর শারমিন এ সময় উভয়ের মধ্যে বাকবিদ্বন্দ্ব হয় এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের সঙ্গে প্রথম হাতাহাতি হয়। এবং পরবর্তীতে তার সংঘর্ষের রূপ নেয় প্রতিপক্ষ জালাল সরদার তার স্ত্রী ও ভাই বিল্লাল ও তার স্ত্রীর শারমিনের উপর হামলা করে।। এ সময় তাদের বসত ঘরের দরজা ও বেরা ভাঙচুর করে এবং বিল্লাল কে হাতে পায়ে ও বুকে লাঠির আঘাতে আহত করে। দু পক্ষের দশটা দিতে এক পর্যায়ে হামলাকারী জালালের কানে আঘাত লাগে এ সময় স্থানীয়রা উভয়কে হাসপাতালে ভোট নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে গোসারহাট থানার ওসি মোহাম্মদ মাকসুদ আলম বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়েছে।। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে