আজকে শরীয়তপুর জেলা সখিপুর থানা নড়িয়া সখিপুরের প্রাণপ্রিয় নেতা কনেল (অব)এস এম এ ফয়সাল আহমেদ সখিপুরে মিটিং মিছিল জনসভা করেন এবং তার কর্মী ও কমিটির লোক নিয়ে সখিপুর থানা দিন সখিপুর বাজারের বাজার কমিটি সহ বাজারের যত দোকানদার আছে তাদের সাথে তাদের সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তিনি এবং তাদের সংগঠনের লোকজন তারাও আশাবাদ ব্যর্থ করেন আগামী নির্বাচনে কর্নেল (অব)এস এম এ ফয়সাল আহমেদ নমিনেশন পেপার পাবেন ইনশাআল্লাহ এটা আমাদের দৈনিক দেশ বলে টিন নিউজকে জানান প্রচারে দৈনিক দেশ বলে দিন ভেদেরগঞ্জ উপজেলা প্রতিনিধি আল আমীন সরদার