জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কুড়িগ্রামবাসীর গৌরব, শহীদ নুর আলমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’-এর আনুষ্ঠানিক সূচনা করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডগিরভিটায় অবস্থিত শহীদ নুর আলমের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাক, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন,
“জুলাই আন্দোলন ছিল কুড়িগ্রামের মাটি থেকে শুরু হওয়া এক সাহসী গণতান্ত্রিক জাগরণ। শহীদ নুর আলম ছিলেন সেই আন্দোলনের অগ্রসেনানী ও প্রেরণার বাতিঘর। তার আত্মত্যাগ কেবল কুড়িগ্রামের নয়, গোটা দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
জেলা বিএনপির নেতারা আরও জানান, শহীদ নুর আলমের আত্মত্যাগকে স্মরণে রেখে ও নতুন প্রজন্মের মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’ হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, যুব সমাবেশ ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে।
এ সময় নেতাকর্মীরা শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।