চিলমারী উপজেলার শাখাহাতির চরে ‘ফ্রেন্ডশিপ’-এর উদ্যোগে এবং জনগোষ্ঠির সক্রিয় অংশগ্রহণে সম্প্রতি অনুষ্ঠিত হলো “জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সতেজিকরণ প্রশিক্ষণ ২০২৫”।
এই প্রশিক্ষণ আয়োজন করা হয় ‘Community Initiated Disaster Risk Reduction (CIDRR)-North Project’-এর আওতায়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন ফ্রেন্ডশিপের প্রজেক্ট অফিসার ও অভিজ্ঞ ট্রেইনার মোঃ ফিরোজ আলাম। তাঁর সুপরিকল্পিত উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন কৌশল এবং স্থানীয় জনগণের করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত করা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা। প্রশিক্ষণে বিভিন্ন গ্রুপ করে অংশগ্রহণকারীদের মাঝে আলোচনার মাধ্যমে জ্ঞান আদান-প্রদান ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
প্রশিক্ষণে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। তাঁরা নিজের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন এবং ট্রেইনারের কাছ থেকে সেগুলোর বাস্তবভিত্তিক সমাধানের দিক নির্দেশনা পান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের জন্য খাবারের সুব্যবস্থা করা হয়, যা আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় মানবিক ও শ্রদ্ধাশীল মনোভাবের পরিচয় বহন করে।
‘ফ্রেন্ডশিপ’ দীর্ঘদিন ধরে কুড়িগ্রামসহ নদীভাঙন ও জলবায়ুপ্রবণ এলাকায় কাজ করে আসছে। এই প্রশিক্ষণ তারই ধারাবাহিক অংশ, যা স্থানীয় জনগণকে সচেতন ও প্রস্তুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।