আজ (৫জুলাই) বরগুনার আমতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমতলী পৌর শাখার আওতাধীন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কমিটি গঠন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় এই কমিটি গঠন প্রক্রিয়া সফলভাবে শেষ হয়। শনিবার (৫জুলাই) বিকালে আমতলী পৌরসভার একটি অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব কবির উদ্দিন ফকির, আহবায়ক পৌর বিএনপি, আমতলী উপজেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম মোল্লা সাবেক সভাপতি, জাতীয়তাবাদী দল, বরগুনা জেলা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব জহিরুল ইসলাম মামুন, ভারপ্রাপ্ত আহবায়ক, উপজেলা বিএনপি। আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব তুহিন মৃধা, এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম সদস্য সচিব, বি এন পি , সুপ্রিম কোর্ট ইউনিট ঢাকা। যুগ্ম আহ্বায় মইনুদ্দিন মামুন, জামাল খান, আবুল বাশার অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জালাল উদ্দিন খান । আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ডের শতাধিক কর্মী-সমর্থক।
কমিটি গঠনের সময় অংশগ্রহণকারীরা গণতান্ত্রিক পদ্ধতিতে মতামত প্রদান করেন এবং সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। কমিটি গঠনের পরপরই নবনির্বাচিত নেতৃবৃন্দ দলের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচিত প্রতিনিধিগণ হলেন –
১। সভাপতি – জনাব মোঃ রফিক বিশ্বাস
২। সিনিয়র সহ-সভাপতি – জনাব জাহিদ শিকদার
৩। সাধারণ সম্পাদক – জনাব শহিদুল আলম হাওলাদার
৪। যুগ্ম সাধারণ সম্পাদক – জনাব মোঃ অহিদুজ্জামান মোসাদ্দেক
৫। সাংগঠনিক সম্পাদক – জনাব মোঃ আবু হানিফ
নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।