গত বৃহস্পতিবার বিকেল চারটায় মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম শালিখা উপজেলার আড়পাড়া ইকো পার্কের রাস্তার শুভ উদ্বোধন করেছেন। এ সময় তিনি পার্কের ভিতর বিভিন্ন বৃক্ষরোপণ করেছেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন, পিআইও মোঃ রাশেদুল হাসান, জেলা বিএনপি সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, বিএনপি নেতা মোতালেব হোসেন, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন, সাংবাদিক নোয়াব আলী ,জিআর এমন তারিক,আবু হুরায়রা, সুবীর নন্দী, সাইফুল ইসলাম প্রমুখ।