মাগুরা শালিখা গঙ্গারামপুর ইউনিয়নের গঙ্গারামপুর বাজার, মনোখালি মোড়, মধুখালী, পুলুম বাজার, পুলুম বাজারে নদীর পশ্চিম পাশের মোড়, খাটর চৌরাস্তা মোড়, সুইতলা মোড়, গড়ের বাজারসহ বিভিন্ন জায়গায় অনেক খুচরা সার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সার ওষুধ বিক্রি করলেও এখনো তাদের ঘরে সারের মূল্য তালিকা নেই। বর্তমান সরকার সারের উপর বিভিন্ন নির্দেশনা দিলেও অনেকেই তা মানছে না । ইচ্ছামতো সার বিক্রি করে যাচ্ছে। অনেক কৃষকরা জানেই না কোন সারের কত রেট দিচ্ছে তারা। কারণ সারের দাম এক এক জায়গায় এক এক রকম। অনেক দোকানিরা বলছে আমাদের অনেক সার একটু বেশি দামে কিনতে হয় বলে দাম বেশি দিতে হয়। খুচরা দোকানে সরকার নির্ধারিত কোন সার ই কৃষক কিনতে পারেনা। এমন কি ইউরিয়া সার খুচরা কোন দোকানে ২৮ টাকা কেজিতে বিক্রি করে না। মাঝে মাঝে টিএসপি সার পাওয়া যায় না আবার যা পাওয়া যায় তার আকাশ দাম।।অনেক দোকানে দেখা যায়,কৃষকরা তিন চার প্রকার সার নেই । দোকানদার ইচ্ছামতো দাম নিলে ওই কৃষক জানেই না কোন সারের কত দাম নিচ্ছে। জানা যায়, ইউনিয়নে বিসিআইসি ডিলার ও বিএডিসি ডিলার মোঃ খলিলুর রহমান, বিএডিসি ডিলার মোঃ আলী আজম,। সাব ডিলার গড়ের বাজারে মোঃ সিরাজ উদ্দিন, ও নূর জালাল, পুলুম বাজারে মোহাম্মদ হানিফ মোল্লাও আলী আজম। এছাড়া বিভিন্ন মোড় ও বাজারে রয়েছে খুচরা বিক্রেতারা। কিন্তু অনেক দোকানে ই কোন মূল্য তালিকা নেই। এ ব্যাপারে কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, আমরা দোকানদারদের মূল্য তালিকা টাঙ্গানোর জন্য বারবার বলছি কিন্তু তারা আমাদের কথার কোন গুরুত্ব দিচ্ছে না। অনেক দোকানে সার ও কীটনাশক বিক্রির কোন লাইসেন্সও নেই তবু তারা বিক্রি করছে। বিষয়টা উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার অসহায় গরিব কৃষকরা।