1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন লালমনিরহাট থানা পুলিশের অভিযানে এক মাদক কারবারি গ্রেফতার মান্দায় গভীর রাতে স্বর্ণের দোকানসহ ৬টি দোকান চুরি উসকানিমূলক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা কয়রার জোড়শিং গ্রামে মারামারি: ঘটনা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লা খনিত শ্রমিকদের স্থায়ী নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেফতার রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের বর্তমান প্রিন্সিপাল মহাদেব বসাক এর বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়ম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উন্নতমানের ট্রলি প্রদান ও আলোচনা সভা

শাল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ, গ্রেফতার, ৯জন

faruk mia
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে চোরচক্রের ৭জন চোরসদস্যকে গ্রেপ্তার করেছেন

এবং শাল্লা গ্রামের ২জন, শাল্লা থানা পুলিশ। জানা যায়, গতকাল রাতে  বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের কামারগাঁও গ্রামের বাসিন্দা। ১/ মো. হারুন মিয়া (৫৫) ২/ মো. আকাশ মিয়া (২০) ৩/ সাজিদুল মিয়া (৩২) ৪/ মো. কবির মিয়া (২৮) ৫/ মাহফুজ মিয়া (১৯) ৬/ মো. সোলেমান মিয়া (৩৫) ৭/ জসিম মিয়া (৩৫)।

এবং শাল্ল গ্রামের ২ জন

১/ আবুল বাশার (২৬) ২/  জূয়েল মিয়া (২২)

মোট ৯ জন ।

 

শাল্লার স্হানীয় লোকজন বলেন,কয়েকদিন যাবৎ সারা শাল্লায় জনমনে অশান্তির সৃষ্টি করে আতংকে নির্ঘুম রাত কাটাতে হয়; এর আগে বিভিন্ন সময়ে উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়ার বাড়িতে,  মেধা গ্রামের আহাদ নুর মিয়ার বাড়িতে,কাশীপুরের মনির মিয়ার বাড়িতে, মনুয়া গ্রামের আবু তাহেরের ঘরে চুরির ঘটনাসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪০-৫০ টি চুরির ঘটনা ঘটে।

 

চোর আতঙ্কে হাওর পাড়ের মানুষ। কেন যে হঠাৎ পরপর চুরির ঘটনা একেরপর এক ঘটেই যাচ্ছে জনমনে প্রশ্নবিদ্ধ,? করে আসছিল!? এরপর নড়েচড়ে বসেন শাল্লা থানা পুলিশ প্রশাসন। গতকাল রাতে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃশফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ৪নংশাল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

এদিকে গ্রাম শাল্লায় গতরাতে কালনী ব্রিজের সরঞ্জামাদি চুরি করতে গিয়ে দু’জন চোরকে আটক করেছেন স্থানীয় লোকজন। একজন হলেন শাল্লা গ্রামের গোলাম হেসেন ফকিরের ছেলে আবুল বাশার (২৫) অন্যজন হলেন সেন-নগরের গ্রামের নিকট (বান্দে) বাসকারী হাদিস মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২)।

 পুলিশ জানিয়েছেন এই দু’জনকে আলাদা মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে।

 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) মোঃশফিকুল ইসলাম বলেন, থানায় স্বল্প জনবল থাকা সত্ত্বেও যে এলাকায় চোর রয়েছে, তাদের চুরি নির্মূলের লক্ষ্যে শাল্লা থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকালেই গ্রেপ্তারকৃত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একটি নৌকা উদ্ধার করা হয়েছে এবং চোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com