সুনামগঞ্জের শাল্লা থানার বিশেষ অভিযানে ৪৬ কেজি গাঁজার চালানসহ মাদক ব্যবসায়ী উজ্জলাসহ তার সহযোগীকে গ্রেফতার করেছে করেছে শাল্লা থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির, এএসআই আক্তারুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এসময় উজানগাঁও গ্রামের আব্দুল মন্নাছের ছেলে জহিরুল ইসলাম(৩৬)কে ৪৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে রাতে পৃথক পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ দৌলতপুর গ্রামের মাদক ব্যবসায়ী উজ্জলা বেগম (৩৭) ও রূপ মিয়া (৫৫) কে গ্রেফতার করে শাল্লা থানার পুলিশ। এসব গাঁজার বাজার মুল্য প্রায় ১৭ লাখ টাকা। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজার চালানসহ জহিরুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে পৃথক অভিযান চালিয়ে রাত সাড়ে ৩ টায় ১ কেজি গাঁজাসহ উজ্জলা বেগম নামে ও রূপ মিয়া কে গ্রেফতার করা হয়েছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গাঁজার একটি বড় চালান শাল্লা আসার খবর পেয়েই আমরা অভিযান পরিচালনা করি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। আমরা তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করার প্রক্রিয়া চালাচ্ছি।