1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরের ৭ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত নেত্রকোনায় পাচারের সময় ভিজিএফের চাল জব্দ সীমান্ত যুব উন্নয়ন সংঘ (SZUS) পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন নাগেশ্বরীতে ভুয়া সাংবাদিক গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুরআনের শাসন ব্যতীত জনগনের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়- এড. আব্দুল আওয়াল জামালপুরে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ কাঠালিয়ায় প্রেসক্লাবের আয়োজনে অসহায়দের মাঝে শিল্পপতি আরিফ হোসেনের ঈদ উপহার বিতরণ পটুয়াখালী ২২ গ্রামের ২৫ হাজার মানুষ করছেন ঈদুল ফিতর আসন্ন ঈদ উপলক্ষে খাদ্য-সামগ্রী বিতরণ করল ফ্রেন্ডস ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিবন্ধীদেরকে ঈদ সামগ্রী প্রদান

শাসকগোষ্ঠির অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে -অংগ্য মারমা

এস চাঙমা সত্যজিৎ
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি সদর উপজেরা ইউনিটের সমন্বয়ক অংগ্য মারমা বলেছেন, পাহাড়ি ছাত্র পরিষদের সুদীর্ঘ লড়াই সংগ্রামে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ইতিহাস রয়েছে। যা বর্তমানে উদীয়মান প্রজন্মকে উৎসাহ যোগায়, উৎফুল্ল ও সাহসী করে তুলে। গৌরবময় ইতিহাস থেকে প্রেরণা নিয়ে শাসকগোষ্ঠির অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) খাগড়াছড়ি সদর স্বনির্ভর এলাকায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ২০তম কাউন্সিলে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। “দাসত্বের শৃঙ্খল ভাঙ্গতে পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে যুক্ত হোন, পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন, ভূমি বেদখল ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান” এই শ্লোগানে সকাল ১০টায় পাহাড়ি ছাত্র পরিষদের দলীয় সঙ্গীত “পাহাড়ি ছাত্র ছাত্রী দল” গানটি পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয় এবং শহীদদের শ্রদ্ধা ও  সম্মানে  ১ মিনিট  নীরবতা  পালন  করা হয়। কাউন্সিল অধিবেশনে পাহাড়ি  ছাত্র পরিষদের সভাপতি শান্ত  চাকমার সভাপতিত্বে ও  সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস  ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি সদর উপজেরা ইউনিটের সমন্বয়ক অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের  কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা,  পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয়  অর্থ সম্পাদক নরেশ ত্রিপুরা। এসময় পার্বত্য চট্টগ্রাম নারী  সংঘের কেন্দ্রীয় সাধারণ  সম্পাদক পরিণীতা চাকমা ও  গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা  মঞ্চে উপস্থিত ছিলেন।এতে স্বাগত বক্তব্য রাখেন,  তৃষ্ণাঙ্কর চাকমা। সভায় অংগ্য  মারমা  বলেন,  ছাত্রদের  দমনে  রাষ্ট্রীয়  বাহিনীর  পরিচালিত ভাড়াটে সন্ত্রাসী কর্তৃক হামলা ও অপহরণ, হুমকি এখনো চলমান রয়েছে। পাহাড়ে  আগে  সেনাবাহিনী ও সেটেলার কর্তৃক যৌথভাবে সাম্প্রদায়িক হামলা  হতো, এখন তার রূপ বদলানো  হয়েছে। এখন বিচ্ছিন্নভাবে পাহাড়িদের  হামলার ওপর হামলা করা হচ্ছে। নান্যাচরে মন্টু  চাকমা  নামে  এক পাহাড়ির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও  এরই  অংশ  হতে  পারে। পাহাড়িদের ভূমি বেদখলের ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে উল্লেখ করে অংগ্য মারমা বলেন,  পাহাড়িদের হারানো ভূমি আজ  পর্যন্ত  কেউ ফেরত পায়নি। বর্তমানেও রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায় নানাভাবে ভূমি বেদখলের ঘটনা সংঘটিত হচ্ছে। অংগ্য মারমা আরো বলেন,  এদেশের শাসকগোষ্ঠি ‘ভাগ কর শাসন কর’ নীতি প্রয়োগ করে  পাহাড়ের পরিস্থিতি অশান্তি ও  অস্থিতিশীল করে রেখেছে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে অভিযানের নামে অন্যায়  ধরপাকড় করে নিরীহ  লোকজনকে জেলে পাঠানো এবং কথিত  ‘বন্দুকযুদ্ধের’  নামে  বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে  জাতিগত দমনপীড়ন দিন  দিন জোরদার করা হচ্ছে। শাসকগোষ্ঠির এই অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে। নীতি চাকমা বলেন, পাহাড়ে  আগের তুলনায় ধর্ষণের অনেক ঘটনা বেড়ে গেছে। শুধু  ধর্ষণ  নয়, পাহাড়ে প্রতিনিয়ত খুন, গুম, অপহরণের মতো ঘটনা ঘটে  যাচ্ছে। কিন্তু সরকার এসব ঘটনা বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না এবং  বিচার ও দোষীদের শাস্তির  আওতায় আনছে না। পাহাড়ে  ছাত্র সমাজকে বিভক্ত  করে রাখা হয়েছে মন্তব্য করে নরেশ ত্রিপুরা বলেন, শাসকগোষ্ঠী সংগঠিত ছাত্র সমাজকে ভয়  পায়। ফলে  নিপীড়ন  নির্যাতন  চালিয়ে ছাত্র সমাজের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করতে নানা ষড়যন্ত্র চালানো হচ্ছে। ১৯৮৯ সালে ২০ মে পাহাড়ি ছাত্র পরিষদ গঠিত হওয়ার পরবর্তীতে ১৯৯৭ সালে এসে শাসকগোষ্ঠি ছাত্র সমাজকে বিভক্ত করতে  পাহাড়ি ছাত্র পরিষদের নামে  আরো সংগঠন খুলে বসে। আজকে  তারাই  ছাত্রদের  সংগঠিত  হতে  বাধা  সৃষ্টি  করছে। অধিকার  আদায়ের  লড়াই   সংগ্রাম  যাতে  জোরদার  হতে না পারে  সেজন্য  নানা চক্রান্ত চালিয়ে  যাচ্ছে। তিনি আরো বলেন,  পাহড়ি  ছাত্র  পরিষদের গঠনের পর থেকে তার অগ্রযাত্রাকে ভেস্তে দিতে শুরু  থেকে এদেশের শাসকগোষ্ঠী নানাভাবে বাধাগ্রস্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। সকল  প্রতিবন্ধকতা  মোকাবেলা করে পিসিপি তার কাঙ্ক্ষিত  ক্ষ্যকে সামনে রেখে আজ পর্যন্ত  লড়াই সংগ্রাম করে যাচ্ছে। তিনি, শাসকগোষ্ঠির দাসত্বের  শৃঙ্খল ভাঙ্গতে পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে যুক্ত হয়ে  পার্বত্য  চট্টগ্রামে সেনা শাসন, ভূমি  বেদখল ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র  সমাজের প্রতি আহ্বান জনান। শান্ত চাকমা, পার্বত্য চট্টগ্রামের  দমন পীড়নের বিরুদ্ধে পাহাড়ি  ছাত্র পরিষদ সর্বদা প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন করে আসছে। পাহাড়ি ছাত্র পরিষদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে আমাদেরকে ধরে  রাখতে হবে। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে  পুরাতন কমিটি বিলুপ্ত করে  উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে  মিঠুন চাকমা’কে সভাপতি, তৃষ্ণাঙ্কর  চাকমাকে সাধারণ সম্পাদক ও প্রাঞ্জল চাকমাকে  সাংগঠনিক সম্পাদক করে ১৫  সদস্য  বিশিষ্ট  নতুন  জেলা  কমিটি  গঠন করা  হয়। নতুন কমিটির সদস্যদের শপথ  বাক্য পাঠ করান নরেশ ত্রিপুরা। এরপর নতুন কমিটির সভাপতি মিঠুন চাকমার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কাউন্সিল অধিবেশন  সমাপ্ত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com