সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার নলুয়া গ্রামে নিখোঁজের ১৫ দিন পর মুদি ব্যবসায়ী রইচ উদ্দিন ফকিরের (৬৫) গলিত লাশ বাড়ির পাশের একটি খাল থেকে পুলিশ উদ্ধার করেছে। নিহত রইচ ওই গ্রামের ওমর আলী ফকিরের ছেলে। ১৮ নভেম্বর সোমবার বিকেলে প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের খাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।এ বিষয়ে শাহজাদপুর থানা পুলিশ জানায়, এদিন তাহেজ ফকির নামের এক ব্যক্তি ওই খালের পাশে থেকে বন কাটার সময় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসিকে খবর দেয়। খবর পেয়ে শত শত লোক সেখানে ভীড় করে। এরপর খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘঁনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেএলাকাবাসি জানায়, গলিত লাশটির একটি হাতে ৬টি আঙ্গুল দেখে নিহতের পরিবার তাকে সনাক্ত করেছে।নিহত রইচ উদ্দিনের পরিবারের লোকজন জানান, গত ৩ নভেম্বর রাতে নিজের দোকান থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় মুদি ব্যবসায়ী রইচ উদ্দিন। অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে গত ৮ নভেম্বর শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এদিন বিকেলে তাহেজ উদ্দিন ওই স্থানে বন কাটতে গিয়ে রইচ উদ্দিনের গলিত লাশ দেখতে পেয়ে সবাইকে খবর দেয়। নিহত রইচ উদ্দিনকে হত্যা করে খালের মধ্যে ফেলে রাখা হয়েছে বলে তার পরিবারের লোকজন দাবী করেছেনএ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, বাড়ির পাশের খালের ধারে বন কাটতে গিয়ে একজন গলিত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি সম্পূর্ণ পঁচে গলে যাওয়ায় চেনা যাচ্ছে না। তবে নিখোজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন লাশের হাতের ৬টি আঙ্গুল দেখে এটাই রইচ উদ্দিনের লাশ বলে দাবী করেছেন। ডিএনএ টেস্ট করে লাশের আসল পরিচয় নিশ্চিৎ করা হবে বলে জানান ওসি।