বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন ,শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিতি হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি গত ২৪ নভেম্বর সকাল ১১ টায় কালনা আমিনিয়া মাদরাসার হলরুমে কামিল (স্নাতকোত্তর)হাদিস বিভাগের ১ ম সবক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কালনা আমিনিয়া মাদরাসার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী। কালনা আমিনিয়া মাদরাসার উপধাক্ষ এম মহিববুল্লাাহ ও সহকারী অধ্যপক এম আইয়ুব আলীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদেরকে নৈতিক চরিত্র গঠনে মনোযোগি হতে হবে। তিনি প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে মোবাইল ফোন ব্যবহার পরিহার করার জন্য শিক্ষার্থীদেরকে আহবান জানান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, খুলনা নেছারিয়া মাদরাসার উপাধাক্ষ মাওলানা ডিএম নুরুল ইমলাম, কালনা আমিনিয়া মাদরাসার সাবেক উপাধাক্ষ মাওলানা আব্দুল গনি, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম শরিফুল আলম, কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্যাহ, সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম,মাওলানা আব্দুর রশিদ ইসলামপুরী, কালনা মহিলা মাদরাসার সুপার মাওলানা শাহাবাজ আলী, মাওলানা জাকারিয়া হুসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, । অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানে শেষে নেতৃবৃন্দ ফিতা কেটে কালনা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহারাজপুর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করেন।