আজ শুক্রবার জুম্ম নামাযের পরে, গাজীপুর কাশিমপুরে শহীদ শিক্ষার্থী আবুল কাশেম হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও আওয়ামী লীগ এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবিতে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করেন। বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন সহ স্থানীয় জনগণরা।স্থানীয় জনগণরা জানান, গাজীপুর ধীরাশ্রমে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল বাড়ীতে আওয়ামীলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাএলীগের একটি বাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে অতর্কিতভাবে হামলা করে। এই প্রেক্ষিতে প্রায় ২০ জনের মত আহত হন এবং একজন শিক্ষার্থী নিহত হন। সেই নিহত শহীদ কাশেম এর মৃত্যুে আজ বিক্ষোভ মিছিল করেন।