কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না শিক্ষা অধিদপ্তরের এমন পরিপত্র জারির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০জুলাই) বেলা ১১ টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক মোড়ে) এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আবু হানিফ নোমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নূর হোসাইন এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, জাকিয়া নাসরীন,মাওলানা রুহুল আমিন, আজিজুল হক মাসুক, অজিত কুমার দাস, আমিনুল ইসলাম, জহিরুল হক, মৌসুমী দাস, বিটু বড়ুয়া, মাওলানা আব্দুস শহীদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের ৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ না রাখার প্রতিবাদ জানান। এবং শিক্ষা অধিদপ্তরের পরিপত্র জারি বাতিল করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোড় দাবি জানান।