চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহনবাগ সাগরপাড়া পুকুরিয়া এলাকার মাহাতাব আলী পিতা মৃত সামাদ আলী কে দুই কেজি গাঁজা ও ৬৮ হাজার ৭০০ টাকাসহ গ্রেফতার করা হয়েছে।১৩ মে মঙ্গলবার বিকাল প্রায় পাঁচ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। আসামি কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।