চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২১ মে বুধবার জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সচেতন মা তার সন্তানের চিন্তা গুলো কে সবচেয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করেন। তাই মায়েদের কে হতে হবে ভিশনারি। সন্তানদের সময় দিতে হবে। তার ভাবনা গুলোকে বুঝতে হবে। মোবাইল ফোন আসক্তি থেকে শুরু করে মাদকাসক্ত, বাল্যবিবাহ, ইভটিজিং, ইত্যাদি সমাজ থেকে বিতাড়িত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা একান্ত ভাবে কামনা আরও বলেন,অল্প বয়সে ভাল ছেলে পাওয়া গেছে বলে বিয়ে দেয়ার প্রবণতা এ অঞ্চলে অনেক বেশি। এটি পরিহার করে বাল্যবিবাহ বন্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান।
আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বাল্যবিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক, মাদক ও গুজব প্রতিরোধ, সামাজিক গণমাধ্যমের সদ্ব্যবহার এ সব সমসাময়িক বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেয়া হয়।