বগুড়ার শিবগঞ্জে বজ্রপাতে মাহমুদুল হাসান আকন্দ(১৬) নামের এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর (মুন্সিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের জ্যাঠাতো ভাই বাপ্পি আকন্দ।
নিহত মাহমুদুল হাসান একই গ্রামের আব্দুল মতিন আকন্দের ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী ছিলো বলে জানান তার পরিবার।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, মাহমুদুল হাসান আজ সকাল থেকে বাড়ির পার্শ্ববর্তী বলদমারা নামক একটি মাঠে ছাগল চরাচ্ছিলো। পাশে কৃষি জমিতে কাজ করছিলেন তার বাবা মতিন। একপর্যায়ে ১২টার দিকে তার বাবা মাহমুদুলকে বাড়ি থেকে ভাত খেয়ে আসতে বলেন। বাবার কথামতো বাড়িতে ভাত খেতে যায় মাহমুদুল। পরে ভাত খেয়ে আবার মাঠে যাওয়ার সময় বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের কাছে পৌঁছালে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে মাহমুদুল হাসান গুরুতর আহত হয়ে পুকুরের মধ্যে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, বজ্রপাতে কিশোরের মৃত্যুর খবর শুনেছি এবং মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহাবুবকে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য বলেছি।