বগুড়ার শিবগঞ্জ গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে অবহেলিত অবস্থায় পরে থাকা আলিয়ারহাট ২০শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব ডাঃ মোঃ সাইদুর রহমান ও স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ডাঃ সরোয়ার বারী।
শনিবার সকাল ১০টায় আলিয়ারহাট হাসপাতাল পরিদর্শন কালে সচিবগণদের সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর, রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান, বগুড়া সার্ভিল সার্জন ডাঃ একেএম মোখারুল ইসলাম,শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাঃ জিয়াউর রহমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ.এস.এম রুহুল আমিন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার এ্যাসাইমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শেখ মতিয়ার রহমান মতিনসহ ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী এবং অত্র উপজেলার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন । পরিদর্শন শেষে তিনি মামলা জটিলতার কারনে সৃষ্ট জটিলতা সমাধানে নির্দেশ দেন সেই সাথে তিনি উপস্থিত জনগনকে আশ্বস্ত করে বলেন যতদ্রুত সম্ভব হাসপাতালে সার্বিক কার্যক্রম শুরু করা হবে।