শিবচর থানার দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীর পার এলাকার নির্মাণাধীন ব্রিজের লোহার পাইপ চুরি করে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় আলামিন, হৃদয় চোকদার এবং মুন্না নামের ৩ জনকে হাতেনাতে আটক করেছেন শিবচর শিবচর থানা পুলিশ টিম! উক্ত অভিযান পরিচালনা করেন শিবচর থানার ইনচার্জ মোঃ রতন শেখ। ধন্যবাদ, রতন শেখ স্যার এবং শিবচর থানা পুলিশ টিম।