মাদারীপুর জেলার শিবচরের বাহাদুরপুর বড় মোড়ের সামিরা টেলিকম নামে এক বিকাশ ব্যবসায়ী শাহীন আকনের কাছ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে। গত রবিবার ২৩ মার্চ দুপুরে উপজেলার বড় দোয়ালী শিশু পার্ক এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে শাহীন আকন জানায়। তিনি বলেন,আমি দোকান বন্ধ করে আমার ব্যবসার ২৫ লক্ষ টাকা শিবচরে একটি ব্যাংকে রাখার জন্য বের হই,এসময় ৩ জন যাএী নিয়ে একটি অটো গাড়ি অপেক্ষায় ছিলো,আমি সেই গাড়ীতে উঠি। ওরা গাড়ীটি সামনে লোক নামবে বলে শেখ হাসিনা সড়ক দিয়ে বড় দোয়ালী শিশু পার্কের পরে ফাঁকা রাস্তায় গাড়ী থামায়,ওই খানে ২টি মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় থাকা ২ জন ও অটো গাড়ীতে ওই ৩জন মোট ৫ মিলে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে,আমার ২৫ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। শাহীন আকন শিবচরের দত্তপাড়া ইউনিয়নের চরবাঁচামারা এলাকার মৃত, সামচু আকন (মাষ্টার) এর ছেলে, তিনি আজ প্রায় ৭/৮ ধরে সে বাহাদুরপুর মোড়ে বিকাশ ব্যবসা করে আসছে।