গত ইং-২১/০৭/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ১৮.০০ ঘটিকার সময়ে মোঃ হাবিবুর রহমান (৩৫), এরিয়া সেল্স ম্যানেজার, আকিজ পাইপ, নীলফামারী জোন এর অভিযোগ দায়ের কারেন যে নীলফামারী থানাধীন নতুন পুলিশ লাইন্স পশ্চিম পাড়া, রাশেদ ডিজাইন সেন্টার এর ভিতরে সরকারের অনুমোদনহীন (বিএসটিআই লাইসেন্স, কারখানা লাইসেন্স, ফায়ার লাইসেন্স বিহীন) গোপনে অবৈধ ফ্যাক্টরী স্থাপন করে অস্বাস্থ্যকর উপাদান দিয়ে আকিজ পাইপ এর লোগো, সিল ও ব্র্যান্ড নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে জালজালিয়াতি ও প্রতারণার মাধ্যমে নকল পাইপ তৈরী করে আসতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাননীয় পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ইং ২১/০৭/২০২৫ তারিখ রাত ২৩.০০ ঘটিকায় নীলফামারী থানাধীন নতুন পুলিশ লাইন্স পশ্চিম পাড়া, রাশেদ ডিজাইন সেন্টার এর ভিতরে অবৈধ ফ্যাক্টরীতে হাজির হয়ে ডিবি পুলিশ ও উপস্থিত স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফ্যাক্টরীর ভিতর তৈরীকৃত অসংখ্য বিভিন্ন ধরনের প্লাস্টিকের পাইপ তন্মধ্যে বেশ কিছু নকল আকিজ পাইপ (AKIJJ UPVC THREAD PIPE 1″ SCH-40, THICKNESS: (3.50 mm ASTM) ও আকিজ পাইপ কোম্পানীর লোগোর নকল স্কিন প্রিন্ট ফ্রেম, সিল তৈরীর কালী ও নকল করার অন্যান্য সরঞ্জামাদী পাওয়া যায়। ধৃত আসামী ১। মোঃ রাশিদুল ইসলাম (৩৮), পিতা-মোঃ আজিজার রহমান, সাং- নতুন পুলিশ লাইন্স (পশ্চিম পাড়া), থানা ও জেলা- নীলফামারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ২নং আসামী মোঃ আব্দুর রশিদ (৩৬), পিতা- মোঃ নুর ইসলাম, সাং- ইটাখোলা পশ্চিম পাড়া, থানা ও জেলা- নীলফামারী এর দোকান মেসার্স ইসলাম এন্টার প্রাইজ, স্টেশন রোড, ডালপট্টি, নীলফামারীর গোডাউনে উপস্থিত হয়ে তল্লাশী করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে রাখা নকল আকিজ পাইপ (AKIJJ UPVC THREAD PIPE 1″ SCH-40, THICKNESS: (3.50 mm ASTM) উদ্ধার করা হয় ও জব্দ তালিকা মূলে জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নীলফামারী থানার মামলা নং- ২৩, তারিখ-২২/০৭/২০২৫ খ্রিঃ ধারা- ৪২০/৪৮২/৪৮৩/৪৮৯ পেনাল কোড রুজু করা হয়েছে।