1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৪ গাজীপুরের টঙ্গীতে দুই শিশু সন্তানকে ঘরে থাকা বঁটি দিয়ে তাদের মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেন কুষ্টিয়া-মিরপুর মহাসড়কে প্রকাশ্য চলছে চাঁদাবাজি ব্রহ্মপুত্রের তীব্র ভাঙ্গনে বসতভিটা বিলীন, প্রতিরোধে নেই পদক্ষেপ গোলাপগঞ্জে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক শাহজাদপুর সাবেক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ এনায়েতপুরে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট বিজনেসমেন ফাউন্ডেশনের কমিটি গঠন দক্ষিণ সাথালিয়া ওয়ার্ডে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ পালিত মনপুরায় ওএমএস এর ৮১৫ কেজি চাল জব্দ রানীশংকৈলে ৩২ পর ইউএনও আহ্বায়ক ঐতিহাসিক বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে আলোচনা সভা

শিলাইদহ ইউনিয়নে আব্দুর রউফের ট্রাক মার্কার জনসভা

মো: সাহেব আলী
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

কুমারখালীতে কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ এর ট্রাক প্রতীকের নির্বাচনী জনসভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে শুক্রবার (২৯ শে ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সর্বস্তরের জনগণ ও উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা সভায় যোগদেন।

জনসভা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ছোট – ছোট মিছিল নিয়ে আনে নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা। তারা ট্রাক মার্কায় ভোট দিয়ে ৭ তারিখ আব্দুর রউফ কে জয়লাভ করানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় শ’ শ’ নেতাকর্মী ‘ট্রাক’ মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে চারপাশ। নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া -৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান, যুগ্ম সাধারণ সম্পাদক নব কুমার দও, প্রচার সম্পাদক সুভাষ দত্ত, আওয়ামী লীগ নেতা জাকারিয়া খান জেমস, পৌর কাউন্সিলর ফরিদ ইকবাল খান, শিলাইদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আমানুল্লাহ শেখ, যুগ্ম সম্পাদক সম্পাদক এনায়েত শেখ, কুমারখালী মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার আজাদুর রহমান জিহাদ প্রমুখ।

জন সভায় আব্দুর রউফ বলেন, আমি আমার জীবন এই অঞ্চলের মানুষের জন্য উৎসর্গ করেছি। সুখ ও দুঃখে আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই। এই অঞ্চলের সন্ত্রাসীদের বাবারা আমার পায়ের কাছে পড়ে থাকতো, তাদের ছেলেরা এখন সন্ত্রাসী করে। বুঝতে পারবেন ৭ তারিখের পর। এই মুহূর্তে যে কোন কায়দায় ৭ তারিখ পার করেন। যারা পদ্মা নদীতে চলাচল নৌকা থেকে টাকা আদায়, বালু থেকে টাকা আদায় করে। সন্ত্রাস করে টাকা আদায় করা। এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে। শিলাইদহ ইউনিয়নের প্রতিটি মানুষ পরিবর্তন চায়।

কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান বলেন, অস্ত্র দিয়ে ট্রাকের ভোট বন্ধ করা যাবে না। আমি ইচ্ছে করলে আপনাদের কুমারখালী প্রবেশ দ্বার বন্ধ করে দিতে পারি। এর পরেও যদি আমার কর্মীদের উপর হামলা বা ভয় দেখানো হয়। আপনাদের আর ছাড় দেওয়া হবে না। ট্রাক মার্কা এবার বিপুল ভোটে জয়যুক্ত হবে। আলোচনা সভা শেষে শিলাইদহ বাজারে ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেনি-পেশার শ’ শ’ মানুষ কে সাথে নিয়ে বিশাল মিছিল করেছেন আব্দুর রউফ। এই সময় তার নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com