1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের সাকির, পিতা: ফকির নামে এক গাছি রস সংগ্রহের জন্য প্রস্তুত করছেন খেজুরগাছ কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ টাঙ্গাইলে মির্জাপুর সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ইসকনের কার্যক্রম বন্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম হত্যা ও ইসকনের নিষিদ্ধের দাবিতে মধুপুর আলোর ছাত্রী সমাবেশ করেন তিনি ছাত্র জনতা টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোরে অসংক্রামক রোগ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লাখাইয়ে প্রাইমারি বিদ্যালয়ের প্রশ্ন তৈরিতে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে : চরমোনাই পীর

শুরু হয়েছে রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট, বাস্কেটবল ও তায়কোয়ানডো প্রতিযোগিতা

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট, বাস্কেটবল ও তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৩-২০২৪ শুরু হয়েছে। প্রতিযোগিতায় ক্রিকেটে ২৬টি, বাস্কেটবলে ৯টি ও তায়কোয়ানডোতে ৭টি বিশ্ববিদ্যালয় দল অংশ নিচ্ছে। ২৯ ফেব্রয়ারি বিকেলে প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)শেখ কামাল স্টেডিয়ামে পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্রিকেটে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।প্রতিযোগিতা উদ্বোধন করে উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে বলেন, ‘একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সুস্থ ও প্রাণবন্ত তরুণ প্রজন্ম প্রয়োজন। সুস্থ ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে অংশগ্রহণকারী দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও খেলোয়াড়সুলভ প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি পাবে। এর মাধ্যমে তারা নেতিবাচক দিকগুলো এড়িয়ে আগামী দিনের সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা পালন করবে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এই প্রতিযোগিতা তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিদ্যমান সম্পর্ককে আরও বিকশিত করবে তেমনি খেলোয়াড়েরাও তাদের নৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানসহ সামগ্রিকভাবে এই আয়োজনকে আলোকিত করবে। আগামী দিনে তারা তাদের নৈপূণ্য ও অভিজ্ঞতা দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গেমস সাবকমিটির সভাপতি জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক গোলাম মোর্ত্তুজা, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, অংশগ্রহণকারী দলের কর্মকর্তাসহ শরীরচর্চা শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com