নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেছেন- ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর নিজের আত্মীয়-স্বজনদের পূর্ণবাসন করেছেন। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে এবং রাজনীতিতে প্রতিষ্ঠিত করে দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে বিপুল অর্থের পাহাড় গড়ে তুলেছেন। এরই ধারাবাহিকতায় আজ তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে নেছারাবাদের বলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং মরহুম আরাফাত রহমান কোকো সহ জুলাই-আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘আমাদের রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সাবধানে থাকবেন। শেখ হাসিনার লোকেরা যে অনাচার করেছে, অবিচার করেছে, মাস্তানি করেছে, সন্ত্রাসী করেছে, জায়গা–জমি দখল করেছে, আমাদের নামে যেন কেউ অভিযোগ না দেয়। এ ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একেবারে জিরো টলারেন্স দেখিয়েছেন, কোনো ছাড় দিচ্ছেন না। বিএনপি নেতাকর্মীদের যেন সেই বদনাম না হয়।
বিএনপি নেতা সকলকে সাবধান করে বলেন, যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি ডাকাতি করবে, এবং নানা অপকর্মে লিপ্ত হবেন তাদেরকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, আজকের তরুণ প্রজন্ম জিয়াউর রহমান সম্পর্কে কিছুই জানেনা। তাদেরকে ফ্যাসিস্ট শেখ হাসিনা মিডিয়া এবং পাঠ্য বইতে তার সম্পর্কে কোন তথ্য দেয়নি। দেশের ইতিহাস জানতে হলে প্রথমে জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে।
বলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠী পৌর বিএনপির আহ্বায়ক মো. কাজী আনিসুজ্জামান, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম বাহাদুর, স্বরূপকাঠী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিক, উপজেলা বিএনপি’র সদস্য মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুল ইসলাম লিটু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. আজহারুল ইসলাম টুটুল, বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক রতন সহ অন্যান্য নে