1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা চৌরঙ্গী মেড়ে অবস্থিত মাগুরা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ২০২৪ লালমনিরহাটে বাবু গয়েশ্বর চন্দ্র রায় চৌধুরী বলেন মানুষ সংস্কার বুঝে না, বুঝে শুধু উন্নয়ন রাজশাহীর গোদাগাড়ীতে জুলাই-আগষ্টে গণঅভ্যুস্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়া যাত্রী ছাউনীর বেহাল অবস্থা তারেক রহমান ও শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের ও বৃহত্তর কর্মসূচির হুমকি হিন্দু সম্প্রদায়ের ৬৫তম রুহিয়া আজাদ মেলা উদ্বোধন দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু শেখ হাসিনা বাকশাল তৈরি করতে চেয়েছিলেন, ভেবেছিলেন গণতন্ত্রের মোড়কে বাকশাল চলবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হরিরামপুর ইউনিয়নে পন্থি ভূমি দস্যুকর্তৃক ৫ লক্ষ টাকার বাগানের গাছ কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ হাসিনা বাকশাল তৈরি করতে চেয়েছিলেন, ভেবেছিলেন গণতন্ত্রের মোড়কে বাকশাল চলবে

জোনায়েদ সাকি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩ বার পড়া হয়েছে
রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবন্তের জন্য রাজশাহী গণসংলাপ ।গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার উদ্যোগে আজ রাজশাহী মহানগরের জিরো পয়েন্ট বড় মসজিদ প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়েছে গণসংহতি আন্দোলনের গণসংলাপ । অনুষ্ঠানটি সকাল দশটা নাগাদ শুরু হয়ে শুরু হয় ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা জোনায়েদ সাকি ,তিনি তার বক্তব্যে জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচারী সরকার বিরোধী একদফা আন্দোলনের সকল শহীদ , আহত হয়েছে তাদের স্মরণ করেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের বাকশাল ছিল ১৯৭২-এর সংবিধানের ক্ষমতার কাঠামোর ধারাবাহিকতা। যেমনটা শেখ হাসিনা বাকশাল নতুন করে তৈরি করতে গিয়েছিলেন ওই একই সংবিধানে। তিনি ভেবেছিলেন গণতন্ত্রের মোড়কে বাকশাল চলবে। সেটাই তিনি কায়েম করতে চেয়েছিলেন।তিনি স্বৈরাচারী সংবিধান পরিবর্তন করে জনগণ বান্ধব সংবিধান তৈরি করার আহ্বান জানান। সরকারের বিভিন্ন দুর্নীতি, অন্যায়, অবিচার, জেল ,জুলুম লুট,হত্যা, আয়না ঘরের কথা উল্লেখ করেন । ক্ষমতা ধরে রাখতে নির্বাচন কমিশন কে ব্যবহার করেছে, বিভিন্ন সরকারি কর্মকর্তাকে জবরদস্তি ব্যবহার করেছে ,ভোট চুরি করেছে, নেতারা, আমলারা, মন্ত্রী নেতাকর্মীরা টাকার পাহাড় গড়েছে। স্বৈরাচারী সরকারের আমলে বিভিন্ন ভাবে একশো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বলে তিনি জানান এবং ২০২৪ এ ক্ষমতা ধরে রাখার জন্য পুলিশ বাহিনী ও সেনাবাহিনীকে ব্যবহার করেছেন এবং তাদের ব্যবহার করে ছাত্রজনতা, সাধারণ জনতার উপরে গুলি চালিয়েছেন এবং তখন থেকে ছাত্রদের স্লোগান ছিল ‘জ্বলেছেরে জ্বলেছে ,রক্তে আগুন জ্বলেছে ‘যার ফলশ্রুতিতে ৫ আগস্ট স্বৈরাচারী অত্যাচারী সরকারের পতন হয় এবং বলেছেন দেশে যেন পুনরায় কোন স্বৈরাচারী শাসক শাসন করতে না পারে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রশংসা করেন,রাষ্ট্রকে পুনরায় সাজাতে হবে তিনি রাজশাহীবাসীর প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, রাজশাহী জেলা গণসংহতির সদস্য সচিব জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, আহ্বায়ক রাজশাহী গণসংহতি। এছাড়া আরও বক্তব্য রাখেন,রাজশাহীর মহব্বত আলী মিলন , মায়া খাতুন, আজাদ রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি ব্যাংকের আউটসোর্সিং সেক্টরের প্রধান, এনামুল হক, সরকারি কলেজের বেসরকারি কর্মকর্তা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে কাটাখালী,নাটোর সহ রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে আসা অন্যান্য নেতাকর্মী ।বক্তাগণ তাদের বক্তব্যে তাদের সমসসা ও প্রয়োজনীয়তা উল্লেখ করেন জননেতার মাধ্যমে ।সভা শেষে সকলকে গণসংহতির প্রতি আহ্বান ও ধন্যবাদ জানানো হয় ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com