শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ি পাহাড়ঘেঁষা ভোগাই নদীর লক্ষীডোবায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা  হলো- এইএচসি পরীক্ষার্থী মিহান (১৯) ও সপ্তম শ্রেণিতে  পড়ুয়া সাজিত (১৩)। জানা গেছে, নিহত সাজিত ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের স্কুল শিক্ষক আহাম্মদ আলীর ছেলে,মিহান ও ময়মনসিংহ সদরের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ন কবীরের ছেলে। পারিবারিকভাবে তারা ১৮ জন নালিতাবাড়ী সীমান্তে পর্যটন এলাকা  পানিহাতায়  পাহাড়ে বেড়াতে আসে। দুপুরে পাহাড় ঘেঁষা  ভোগাই নদীর  লক্ষীডোবা  এলাকায়   গোসল করতে নামে। এসময় তারা নদীর চোরাবালিতে   সাজিত তলিয়ে যায়।  তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে জড়াজড়ি করে  দুজনেই  তলিয়ে নিখোঁজ হয় । খবর পেয়ে  জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে  বিকেল  চারটার দিকে নদীল তলদেশ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে।স্বজনেরা জানায়, একটি বিয়ে উপলক্ষে আত্মীয়-স্বজন সবাই হালুয়াঘাটে এসেছিলেন।  শুক্রবার বিয়ের অনুষ্ঠানের পর   শনিবার নারী ও শিশুসহ মোট ১৮ জন মিলে পানিহাতা  পাহাড়ে বেড়াতে আসেন তারা।জামালপুরের  ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান  মো,সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে তারা দ্রুত সময়ে  নালিতাবাড়ী সীমান্তের  পৌছে ভোগাই  নদীতে তল্লাশি চালিয়ে  দ্রুত সময়ের মধ্যেই  লাশ  দুইটি উদ্ধার করা হয়। সম্পর্কে ওই দুই শিক্ষার্থী মামাতো ফুফাতো ভাই।