গাজীপুরের শ্রীপুরে তানজিলা (২৬) নামের এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করছে থানা পুলিশ। গতকাল শনিবার দিবা গত রাতে উপজেলার জৈনা বাজার এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ভবনের দোতলা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশ থেকে প্রেমিককে উদ্দেশ্য করে লেখা একটি চিরকুট ও উদ্ধার করা হয়েছে।
তানজিলা উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় গ্রামের মো. তাজউদ্দিনের মেয়ে। তিনি জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
তানজিলার লাশের পাশে পড়ে থাকা উদ্ধার কৃত চিরকুটে লেখা রয়েছে, ‘আমি নিজের ইচ্ছাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছি। তার জন্য আমার পরিবার কিংবা বাড়িওয়ালা কোনো কারণ না। কারণ আমি এমন একজনকে ভালোবাসি, না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে। আমি চিন্তা করে দেখলাম, আমার বাঁচার অধিকার নাই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম। ইতি তানজিলা। ভালো থেকো তুমি তুমার মহারানী তানিয়াকে নিয়ে।’অনেক ভালোবাসতাম বলে তুমি আমাকে এই পৃথিবী থেকে বিদায় দিলে প্রিয় সোহাগ।
পুলিশ জানায়, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে এই বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।