গাজীপুরের শ্রীপুরে লরি-মোটরসাইকেল সংঘর্ষে এনামুল হক সরকার নামের এক দিনমজুর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক সরকার (৪৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ডিউটি অফিসার এসআই শামীম আল মামুন।স্থানীয়রা জানান, সকালে এনামুল হক সরকারসহ আরো দুই সহযোগী রাজমিস্ত্রী কাজ যান। কাজ শেষে বিকেলে ওই তিনজন এক মোটরসাইকেল যোগে খিলপাড়া গ্রামে যার যার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি লতিফপুর এলাকায় পৌঁছালে গোসিংগা বাজার থেকে কাপাসিয়াগামী ইট বোঝাই একটি লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়।এসময় তাদের উদ্ধার করে কাপাসিয়ার তরগাঁও এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক সরকারকে মৃত ঘোষণা করেন। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শ্রীপুর থানার ডিউটি অফিসার এসআই শামীম আল মামুন জানান, ঘটনা জানার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।