1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় আদালত চত্বরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,ঘাতক স্বামী আটক বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরে সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা শ্রীপুরে সাংবাদিক জামালের বিষপানে আত্মহত্যা ‎মা ইলিশ সংরক্ষণ অভিযান দুমকিতে দুই জেলের কারাদণ্ড অভিশপ্ত এক নাম তিস্তা নদীর বন্যার পরিস্থিতি ধামইরহাটে ধানক্ষেত থেকে নিতাই রবিদাস নামে যুবকের মরদেহ উদ্ধার বরগুনায় স্ত্রীকে খুনের দায়ে স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড বীরগঞ্জে প্রধান শিক্ষকের ৫০ লক্ষ টাকা আত্মসাৎ ও শিক্ষক জালিয়াতির অভিযোগ মেঘনায় চাঁদাবাজ ধরতে গিয়ে আহত ৩ নৌ পুলিশ, গ্রেপ্তার ২ হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কিছু কথা আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কার্যকলাপের সম্পর্ক নেই

শ্রীপুরে সাংবাদিক জামালের বিষপানে আত্মহত্যা

আলমগীর হোসাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আজকালের খবর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি জামাল উদ্দিন (৫০)বিষপানে আত্মহত্যা করেছেন। প্রায় ১৭ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুর কাছে হাড় মানেন।
পরিবার ও থানা সূত্রে জানাযায়, জামাল ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কিটনাশক জাতীয় বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্হাবস্হায় প্রথমে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে মুমুর্ষাবস্হায় ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
ওই হাসপাতালে দীর্ঘ ১৭ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকাবস্হায় জামাল উদ্দিন ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় মৃত্যুবরণ করেন।
পরে বিষপানে তার মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেইস হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য শাহাবাগ থানাকে অবহিত করেন। এ প্রেক্ষিতে শাহাবাগ থানা পুলিশ বিষয়টির বিস্তারিত প্রতিবেদন পেতে শ্রীপুর থানাকে বার্তা প্রেরণ করে।
শ্রীপুর থানার এসআই আব্দুল লতিফ তদন্ত করে জামাল উদ্দিনের বিষপানের বিষয়টির সত্যতা পায়।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল লতিফ জানান, সাংবাদিক জামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় শাহবাগ থানা থেকে প্রেরিত একটি বার্তায় তার বিষপানের বিষয়টির তদন্ত করে জানতে পারি জামাল উদ্দিন গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তার পৈত্রিক বাড়িতে  কিটনাশক জাতীয় বিষপানে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৫ অক্টোবর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহাবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ মুনসুর জানান, জামাল উদ্দিনের পরিবারের সদস্যরা এবিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ব্যতিত তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ৬ অক্টোবর জামাল উদ্দিনের দু দফা জানাযা শেষে রাজেন্দ্রপুর পারিবারিক কবরস্হানে দাশ দাফন করা হয়।
তবে জামাল উদ্দিনের বিষপানের বিষয়টি দীর্গ ১৭ দিন চিকিৎসাধীন থাকাবস্হায় গোপন রাখেন তার পরিবার।
পিজি হাসপাতাল কর্তৃপক্ষ রমনা থানাকে অবহিত করলে জামাল উদ্দিনের বিষপানের বিষয়টি সামনে আসে।
এদিকে মৃত্যুর পর সাংবাদিক জামাল উদ্দিনের বিষপানে আত্মহত্যার বিষয়টি স্হানীয় সাংবাদিক ও তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com