গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যার ঘটনার প্রধান আসামি স্বামী আমিনুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেট মহানগরীর সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে র্যাব-১ ও র্যাব-৯ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম খোকন (৩২) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝিগাতলা মাইজহাটি গ্রামের মো. ফখরুদ্দিনের ছেলে। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের জনৈক কামরুজ্জামান এর বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। ভুক্তভোগী গৃহবধূ নাদিরা বেগম (৩১) একই উপজেলার বগাপোতা গ্রামের নজরুল ইসলামের কন্যা। তিনি ঘাতক স্বামী আমিনুল ইসলামের সঙ্গে উপজেলার কপাটিয়াপাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। র্যাব-১ পোরাবাড়ী স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, চলতি মাসের গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শ্রীপুরে একটি চাঞ্চল্যকর হত্যাকান্ড সংগঠিত হয়। এর পরপরই র্যাব-১ এঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ছায়া তদন্ত শুরু করেন। এরই ধারাবাহিকতায় শনিবার ( ২৬ এপ্রিল) দুপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে র্যাব ফোর্সেস সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আসামিকে সিলেট মহানগরীর সুরমা থানার হুমায়ুন রশিদ চত্তর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে একটি মোবাইল ফোন, আইডি কার্ড এবং নগদ প্রায় ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আসামি নিহতের স্বামী আমিনুল ইসলাম খোকন প্রাথমিক ভাবে স্ত্রীকে জবাই করে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের জনৈক কামরুজ্জামান এর বাড়িতে স্ত্রীকে গলাকেটে হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে শ্বশুরকে ফোন করে জানিয়ে পালিয়ে যায় ঘাতক জামাতা আমিনুল ইসলাম খোকন।