সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে কালিগঞ্জ উপজেলার ৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদ। সাতক্ষীরা জেলার পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। এই প্রতিযোগিতায় ছিল সাতক্ষীরা জেলার সকল ইউনিয়ন পরিষদ। কয়েকটি বিশেষ বিশেষ দিক বিবেচনা করে নীতি নির্ধারক প্যানেল ৬ নাম্বার নলতা ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত করেন। বিশেষ করে স্বাস্থ্য সুরক্ষা এবং সেবার মান বিবেচনা করে সর্বোচ্চ মানদণ্ডে থাকা নলতা ইউনিয়ন পরিষদ কে বিজয়ী ঘোষণা করেন। সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক শ্রেষ্ঠত্ব অর্জন করায় ৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদ কে ধন্যবাদ জানান এবং নলতা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আজিজুর রহমানকে সম্মাননা ক্রেস্ট এবং ফুলের শুভেচ্ছা দিয়েছেন।