পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি,এর উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস”র আয়োজনে “উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এস.এস.সি, এইচ.এস.সি, দাখিল,ও আলিম এর যে সকল শিক্ষার্থী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের কে সম্মননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানটি “বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়নে ২৩।৭।২০২৫ রোজ বুধবার বিকাল ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক সুপারভাইজার আব্দুল হামিদ সাহেবের পরিচালনায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব বদিউজ্জামান আহমদ’ সাহেবের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব সুনন্দা রায়।তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সন্তানদের কে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেন। শিক্ষকদের কে সম্মান করতে শেখাবেন। পিতামাতার পরেই যিনি মানুষ গড়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তিনি হলেন শিক্ষক। আমরা এমন শিক্ষা চাই না, যে শিক্ষা শিক্ষকদের সম্মান দিতে জানে না।পিতামাতা যেভাবে সন্তানকে শাসন করে, স্নেহ করে, শিক্ষকেরও সেই অধিকার আছে।
তিনি শিক্ষার্থীদের কে ভালভাবে লেখাপড়া করার জন্য আহ্বান জানান। বিশেষ অতিথি জনাব আব্দুল ওয়াদুদ সাহেব শিক্ষার্থীদের কে ভালভাবে পড়ার প্রতি তাগিদ দেন।তিনি বলেন আগামী দিনের ভবিষ্যৎ তোমরা। তোমাদের হাত ধরেই আগামী দিনের দেশ পরিচালিত হবে। এছাড়া
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, মাদ্রাসার প্রিন্সিপাল, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে, মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় যারা নিহত তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।