বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সংসার দিঘী পশ্চিমপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তা ও ড্রেনেজ সমস্যায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বছরজুড়ে এ গ্রামের প্রধান সড়কটি ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় এক থেকে দেড় হাজার মানুষ চলাচল করলেও, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে এক হাঁটু পানি জমে থাকে।
ফলে গ্রামের লোকজন শুধু পায়ে হাঁটাই নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, কৃষিপণ্য বা অন্য কোনো মালামাল নিয়ে চলাফেরা করতেও পারছেন না। এমনকি, পাশের মসজিদে গিয়ে নামাজ আদায় করাও কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক বছর ধরে তারা এই ভাঙা রাস্তা দিয়ে চলাফেরা করছেন, কিন্তু কোনো ধরনের উন্নয়ন বা সংস্কার কাজ এখনো শুরু হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, বিগত সময়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কেউ কার্যকর পদক্ষেপ নেননি। সংসার দিঘী পশ্চিমপাড়ার বাসিন্দারা জানান, তারা বারবার অনুরোধ করলেও সমস্যা থেকে মুক্তি মেলেনি।
স্থানীয় প্রতিনিধি এসআই ডক্টর সাদেক আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি সমস্যার সমাধানে। তবে এখনো চূড়ান্তভাবে কিছু করা সম্ভব হয়নি।”
এই পরিস্থিতিতে পশ্চিমপাড়া এলাকার শত শত মানুষ একটিই দাবি জানিয়েছেন—শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে দ্রুত রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হোক। তাদের ভাষায়, “আমরা আর কিছু চাই না, শুধু চলাচলের মতো রাস্তা ও পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন চাই।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে সংসার দিঘী পশ্চিমপাড়ার মানুষ মুক্তি পাবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।