বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল ইসলাম আল্লামা মামুনুল হক নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘‘এই কমিশনের মাধ্যমে ইসলামকে অবমাননা করা হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও এত বড় দুঃসাহস কেউ দেখাতে পারেনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের ৯০ ভাগ নারী এই প্রস্তাবনার বিরোধিতা করেন। অবিলম্বে ইসলামবিরোধী এই প্রস্তাবনা বাতিল করতে হবে।’’
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের মাসুমপুর খেলার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে মামুনুল হক বলেন, ‘‘হাজার হাজার মানুষকে গুম ও খুনের দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিচার করা উচিত। বিচার শেষে যদি কোনো নেতাকর্মী বেঁচে থাকেন, তাহলে তারা ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ পাবেন।’’
দেশের বর্তমান উন্নয়ন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘‘প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আন্তরিক ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যেই তিনি রাষ্ট্র মেরামতের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। গত মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ হয়েছে, লোডশেডিং হয়নি। পাশাপাশি অর্থনীতিতেও অভাবনীয় সাফল্য এসেছে।’’
গন সমাবেশে আল্লামা মামুনুল হক আরও বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে নয়।
খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে আরও বক্তব্য রাখেন—
খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম প্রমুখ।