1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কামারপাড়া ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে দিনদুপুরে ছিনতাইচেষ্টা, স্থানীয়দের সহায়তায় এক কিশোর আটক কয়রায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কুড়িগ্রামে এসএসসির শীর্ষে আপন’র পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা রংপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে তালা! কার্যক্রম বন্ধ! শিক্ষার্থীদের মানববন্ধন ভূমি দস্যুদের বিরুদ্ধে হিজলা প্রেসক্লাবে ভুক্তভোগী কৃষকদের সংবাদ সম্মেলন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাড়াইলে পারফরমেন্স বেজড গ্রান্টস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে জমকালো আয়োজনে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ আকাশ মেঘাচ্ছন্ন হলেই অন্ধকার হয়ে আসে সাফিয়ার পৃথিবী কলারোয়ায় চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

সকলে মিলে চেষ্ঠা চালিয়ে সুন্দর সমাজ গঠন করতে হবে: ইমদাদুল হক তালুকদার

শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
 সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত এক সচেতনতা মূলক সভা আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনতা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
তিনি বলেন, সকলে মিলে চেষ্ঠা চালিয়ে সুন্দর সমাজ গঠন করতে হবে। গণ বিজ্ঞপ্তি প্রচার করে সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ বিষয়ে ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে সকল মহলের আন্তরিক সহযোগিতা চান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এটি একটি সামাজিক আন্দোলন। সকলের সহযোগিতায় সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে হবে।
তিনি বলেন, পর্যায়ক্রমে সামাজিক সম্প্রীতি, দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ বিষয়ে সকলকে নিয়েই এগিয়ে যেতে হবে।
রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার বলেন, অভিভাবক হিসেবে সব সময় সন্তানের খোঁজ খবর রাখতে হবে। কোথায় গেল, কোথায় খেলো ইত্যাদি বিষয়ে খবরাখবর রাখলেই সন্তান মাথা উচু করে সমাজে দাড়াবে।
পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আমরা জনগণের সাথে আছি। জনগণ সুন্দর চাইলে অবশ্যই সমাজ সুন্দর হবে। জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) মাওলানা মোখলেছুর রহমানের সঞ্চালনায় সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ বিষয়ে ঐক্যমত পোষন করে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।
তিনি বলেন, যারা প্রথম দেশীয় অস্ত্র জমা দেবে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কার দিতে হবে। আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাই সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন শাখার সভাপতি মো: আমিনুল ইসলাম আমিন, জামায়েত ইসলামী রোয়াইলবাড়ি ইউনিয়ন শাখার আমির সাইফুল ইসলাম, হেফাজত নেতা এনামুল হক ফারুকী, ব্যবসায়ী আব্দুর রহিম, শিক্ষক আব্দুল্লাহ হারুন, ছাত্র অভিভাবক সাইফুল ইসলাম রুকন, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু ও সভাপতি আবুল কাশেম ভূঞা প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com