1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

সকল জল্পনার অবসান, শুরু হচ্ছে আজ মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন

Sohag Islam
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
বহু প্রতীক্ষিত মঠবাড়িয়া উপজেলা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আজ (৮ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সম্মেলনস্থলে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় প্যান্ডেল। পুরো শহরে বইছে উৎসাহ ও উদ্দীপনার সজীব বাতাস।
সম্মেলন ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই সদস্য পদ যাচাই-বাছাই নিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। এছাড়াও বিএনপির একটি অংশের অফিসে ককটেল হামলার ঘটনাও ঘটেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে আরও জানা যায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু।
এবারের সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি পদের জন্য একজনকে ভোট দিয়ে নির্বাচিত করা হবে।
সভাপতি পদে প্রার্থী: ১. নাজমুল হাসান কামাল মুন্সি
২. মোঃ জসিম উদ্দিন করাজী
সাধারণ সম্পাদক পদে প্রার্থী: ১. অহিদুজ্জামান খান মিল্টন
২. আবুল কালাম আজাদ আবু
৩. মোঃ মিজানুর রহমান মিজান
সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী: ১. ছগির মল্লিক
২. জুমান ফরাজী
৩. ডা. রিয়াজুল হক
৪. রিয়াজুল হক (মাম)
৫. মন্টু মিয়া
৬. হারুন অর রশিদ
সম্মেলন বিষয়ে পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবির বলেন,
> “সম্মেলন সফল করতে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। এটি পৌর বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় ও সুশৃঙ্খল সম্মেলন হবে। এতে শত শত নেতা-কর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ত্যাগী নেতাদের সম্মান জানিয়ে তাদের নেতৃত্বে আনা হবে।”
এদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মৃধা জানান,
> “মাঠপর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে। সম্মেলনকে ঘিরে সকল সাংগঠনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”
সম্মেলন ঘিরে মঠবাড়িয়ায় রাজনৈতিক পরিবেশের গতি ও ভবিষ্যৎ নেতৃত্বের রূপরেখা কী হবে, সেটিই এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com