টাঙ্গাইলে সখীপুর ঢাকা সড়কে গতকাল দুপুর ১ ঘটিকার সময় ট্রাক চাপায় পাঁচ বছরের সাফওয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সখিপুর লাইভ কেয়ার হসপিটালের সামনে এ ঘটনাটি ঘটি। প্রত্যক্ষদর্শী জানান সাফওয়ানের মা-বাবা সাবাই মিলে সাফওয়ানের মামার বাড়িতে যাইতে ছিলো। লাইফ কেয়ার হসপিটালে সামনে এসে অটো ভাড়া দেওয়ার সময় সাফওয়ানের মা রাস্তার অপর পাশে চলে যায় সাফওয়ান তার মার কাছে যাবার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সাফওয়ান সখিপুর উপজেলার গৌড় গোবিন্দপুর এলাকার বাসিন্দা মাসুমের ছেলে।এ ঘটনাটির খবর পেয়ে ঘাতক ট্রাকটি আটক করেছে সখিপুর থানা পুলিশ।সখিপুর থানারঅফিসার ইনচার্জ জনাব কালাম ভূঁইয়া জানান সাফওয়ানের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনার পর ঔ এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।