রাজ্যের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জের তিনজন জামাত কর্মী নিহত ও ৪১ জন আহত হয়েছে। গত রোববার দিবাগত রাত একটার সময় এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ নম্বর রানিহাটি ইউনিয়নে ঘোড়াপাখিয়া গ্রামের জুয়েল আহমেদ ( ৪০) , নাসিম উদ্দিন (৪৫), ও মিজানুর রহমান (৩২) । জানা গেছে, দুটি বাস যোগে একই ইউনিয়নের জামাতে ইসলামীর নেতা কর্মীরা পদ্মা সেতু ভ্রমণ ও প্রয়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মুজাহিদ ও কামালুজ্জামানের কবর জিয়ারতের উদ্দেশ্যে দুটি বাসযোগে পিরোজপুর যাচ্ছিলেন। রাত একটার সময় রাজশাহী খড়খড়ি বাইপাস এলাকায় একটি বালুভর্তি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি খাদে পড়ে যায়। এসময় পিছন থেকে টাকটিকে আরো একটি বাস ধাক্কা দেয়। এতে করে দ্বিতীয় বাসটি দুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়। নিহতেরা একই গ্রামের হওয়ায় সোমবার তিনটার সময় তাদেরকে ঘোড়াপাখিয়া ইউনিয়ন বহরম ঢবের স্কুল মাঠে জানাযার শেষে দাফন করা হয়।