কুড়িগ্রাম সদর উপজেলার টেক্সটাইল মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুল আজ একটি পরিচিত ও বিশ্বাসযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিয়েছে। দীর্ঘদিন নানা বাধা-বিপত্তি ও চক্রান্তের মধ্য দিয়ে পথ চলা শুরু করলেও এখন এই স্কুল তার মানসম্মত পাঠদান, শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশের মাধ্যমে অভিভাবকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২০১৭ সালে প্রতিষ্ঠিত এ স্কুলটি আজ প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সুনির্দিষ্ট পাঠক্রম, দক্ষ ও স্নাতক শিক্ষকবৃন্দ, সুপরিকল্পিত রুটিন, এবং প্রতিদিন সকালের মর্নিং অ্যাসেম্বলির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেম গড়ে তুলছে। স্কুলের প্রতিদিনের অ্যাসেম্বলিতে জাতীয় সংগীত, ধর্মীয় আয়াত, পিটি প্যারেড, ও জাতীয় পতাকা উত্তোলন একটি নিয়মিত অংশ হিসেবে পালিত হয়।
শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিবরাম স্কুল অগ্রণী। এখানে রয়েছে গানের ক্লাস, আর্ট ক্লাস, নৃত্যচর্চা, আরবি শিক্ষা এবং প্রতিযোগিতামূলক চর্চা। সপ্তাহে শিক্ষক সভা ও প্রতি মাসে অভিভাবক সভা আয়োজন করে প্রতিষ্ঠানটি, যা অভিভাবকদের সঙ্গে একটি দৃঢ় বন্ধন তৈরি করে।
স্কুলের আবাসিক সুবিধাও অত্যন্ত পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল। এখানে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যসম্মত খাবার, নিরবচ্ছিন্ন পাঠ্যচর্চা ও মানসিক বিকাশের দিকে বিশেষ নজর দেওয়া হয়। তদ্ব্যতীত, স্কুলটি ভাল হাতের লেখা গ্যারান্টির ভিত্তিতে শিক্ষার্থীদের লেখার উন্নতি ঘটায়, যা আজকের দিনে এক বিশেষ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত।
শুরুতে নানা কুৎসা, মিথ্যা অপবাদ ও চক্রান্তে ঘেরা থাকলেও, প্রতিষ্ঠাতা ও পরিচালকদের অবিচল মনোভাব ও কঠোর পরিশ্রমের ফলেই আজ এই প্রতিষ্ঠানটি তার নিজস্ব অবস্থান তৈরি করতে পেরেছে। অনেকেই ভাবেনি এই স্কুল এভাবে এগিয়ে যাবে, কিন্তু এখন অভিভাবকরা স্বেচ্ছায় সন্তানদের এই স্কুলে ভর্তি করছেন।
স্কুলটির পরিচালকগণ জানান, “আমরা বিশ্বাস করি, শিক্ষাই শক্তি। সব অপবাদ, কুৎসা ও নেতিবাচকতা পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে চাই শিক্ষার আলো ছড়িয়ে দিতে। শিবরাম স্কুল কুড়িগ্রামের শিক্ষার নতুন দিগন্ত।”
ভর্তি চলছে!
শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলে এখন ভর্তি চলছে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত। আগ্রহী অভিভাবকগণ নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন:
যোগাযোগ:
শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুল
স্থাপিতঃ ২০১৭
অবস্থানঃ টেক্সটাইল মোড় রেলগেট সংলগ্ন, কুড়িগ্রাম সদর
যোগাযোগঃ ০১৭১৩-৬৪৭৫৯৫ (পরিচালক প্রশাসন)