জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাল টাকা দিয়ে আসল টাকা নেওয়ার প্রতারণা করায় সাবেক পুলিশ সদস্য মামুনুর রশির বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা হয়েছে। গত বুধবার রাতে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই শাহীন মিয়া বাদী হয়ে প্রতারক মামুনুর রশিদকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর সাড়ে বারোটায় সোনালী ব্যাংক পি এল সি সরিষাবাড়ী উপজেলা কমপ্লেক্স শাখায় জাল টাকা দিয়ে আসল টাকা নিয়ে প্রতারণা করার সময় বিষয়টি ব্যাংক কর্মকর্তার মধ্যে জানাজানি হয়ে যায়। পরে ব্যাংকের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা আনসার বাহিনীর সহায়তায় প্রতারক মামুনুর রশিদকে আটক করে। পরে ব্যাংকে দায়িত্বরত সিনিয়র প্রিন্সিপাল অফিসার শামীম হোসাইন বিষয়টি শৈশে বাড়ি থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ সোনালী ব্যাংক পি এল সি সরিষাবাটি উপজেলা কমপ্লেক্স শাখায় উপস্থিত হয়। ব্যাংক কর্মকর্তা ও ব্যাংকের গ্রাহকরা পুলিশের কাছে প্রতারক মামুনুর রশিদকে সোপর্দ করে। এ সময় পুলিশ প্রতারক পুলিশের সাবেক সদস্য মামুনুর রশিদের দেহ তল্লাশি করে জাল পাঁচশত টাকার ১৬টি নোট , আসল ১০০ টি ১০০০ টাকার নোট ২০০ টি ৫০০ টাকার নোট পাওয়া যায়। প্রতারণার অভিযোগে সরিষাবাটি থানার উপ-পরিদর্শক এসআই শাহিন মিয়া বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে প্রতারক মামুনুর রশিদকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, জাল টাকা সংগ্রহ করিয়া আসল টাকা হিসেবে লোকজনের কাছে সরবরাহ করার অপরাধে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে আসামি মামুনুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার অভিযোগে আরো পাঁচটি মামলা রয়েছে।