জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ মাঠে আজ মঙ্গলবার দুপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় গাছ লাগাতে সরিষাবাড়ীবাসীকে উদ্বুদ্ধ করতে এ তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ।কৃষি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক হাবিবুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ। মেলায় দশটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন, সরিষাবাড়ী বাসিকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়।