গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ আমাদের অক্সিজেন দেয়, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার বিকেলে গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা সরিষাবাড়ী শাখার উদ্যোগে এ গাছের চারা বিতরণ করা হয়।
মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা বেসরকারি সংগঠন সূত্রে জানা গেছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ আমাদের অক্সিজেন দেয় ও গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে এ চারা বিতরণের আয়োজন করা হয়। গোবিন্দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মুরাদ হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ ফকির। প্রধান আলোচক হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য দেন মানবতাও আদর্শ সমাজ গঠনে আমরা জামালপুর জেলা কমিটির সহ-সভাপতি মোঃ নাসিম উদ্দিন শেখ। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন পোগলদীঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান সোহাগ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা সরিষাবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ জুলহাস রানা ও সদস্য মোহাম্মদ নাঈম হাসান।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে বিনামূল্যে ফরদ ও বনজ বৃক্ষের দুই শতাধিক চারা বিতরণ করা হয়।
সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মুরাদ হাসান বলেন, বিনামূল্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।