জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার দুপুরে ডোয়াইল বাজার এলাকায় মাদক প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ডোয়াইল এলাকা বাসীর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ডোয়াইল এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নটি পার্শ্ববর্তী উপজেলা ধনবাড়ী সীমান্তে অবস্থিত। ইউনিয়নটি সীমান্ত এলাকা হওয়ায় মাদক সেবীরা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছিলেন। অবাধে মাদক বেচাকেনা হওয়ায় এলাকার উঠতি বয়সের ছেলেমেয়েরা বিপথগামী হচ্ছে। বেড়ে গেছে নানা অপরাধ। ফুসে উঠেছে এলাকাবাসী। মাদকের ছোবল থেকে রক্ষা পেতে আজ দুপুর ১২ টায় ডোয়াইল এলাকাবাসী বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। ডোয়াইল বাজারের ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ে এর সামনে থেকে এলাকাবাসী ভিক্ষুক মিছিল শুরু করেন। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক পদ দক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডোয়াইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোরশেদুল আলম মোরশেদ। আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলা উদ্দিন সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক লিটন মিয়া প্রমুখ। ডোয়াইল ইউনিয়ন বিএনপি,র সাধারণ সম্পাদক মোরশেদুল আলম বলেন , ডোয়াইল এলাকাকে মাদক মুক্ত করতে এলাকাবাসী বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে।