মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আজ রোববার সকাল সাড়ে আটটায় উত্তর বলারদিয়ার জামে মসজিদ মাঠে সাত গ্রামের দুই শতাধিক নারী পুরুষ ঈদুল ফিতর নামাজ আদায় করেছেন। ঈদুল ফিতর নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন উত্তর বলার দেয়ার জামে মসজিদের ইমাম আজিম উদ্দিন মাস্টার। উত্তর বলারদিয়ার ঈদগাহ মাঠের মুসল্লিদের সূত্রে জানা গেছে, মধ্য প্রাচ্যের সঙ্গে মিল দেখে আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মতে প্রতিবছরের ন্যায় এবছরও উত্তর বলারদিয়ার জামে মসজিদ মাঠে সাতটি গ্রামের ২ শতাধিক নারী পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।সাতপোয়া, উত্তর বলারদিয়ার, সাইনচারপাড়, আরামনগর, ভুরারবাড়ি,হাটবাড়ি ও ধানাটা এ সাতটি গ্রামের নারী পুরুষ গত ২০ বছর ধরে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। বলারদিয়ার গ্রামের শাহা আলী (৭৫) বলেন, আমি ১৫ বছর ধরে ইমাম আজিম উদ্দিন মাস্টারের পিছনে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছি। বলার জিয়ার উত্তরপাড়া জামে মসজিদ ও ঈদুল ফিতর মাঠের ইমাম আজিম উদ্দিন মাস্টার বলেন, ২০০৬ সাল থেকে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আমার পিছনে সাতটি গ্রামের নারী পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন।