সরকার সশস্ত্র বাহিনীর (সেনা, নৌও বিমান) ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নিবার্হী ম্যাজিস্টেট হিসেবে ক্ষমতা ব্যবহারের মেয়াদ আরও দুই মাস (৬০দিন) বাড়িয়েছে।
নতুন মেয়াদ শুরু হবে ১৪জুলাই থেকে এবং তা সারাদেশে কার্যকর থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক রোববার (১৩জুলাই)এ সিদ্ধান্ত জানানো হয়। উল্লেখ, ২০২৩ সালের ১৭সেপ্টেম্বর প্রদান করা হয়। এর-পর থেকে মেয়াদ দুই মাস করে নিয়মিতভাবে বৃদ্ধি করা হচ্ছে।