বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: ১২০৬৮) দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে নবনিযুক্ত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আলী আজগরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির উপজেলা শাখার সভাপতি জনাব মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জনাব জিয়াউল হক, সাধারণ সম্পাদক জনাব সাজেদুল ইসলাম কমল, সহ-সভাপতি জনাব কামাল উদ্দিন ও জনাব শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সাইফুর রহমান এবং নবযোগদানকৃত অফিসার জনাব আলী আজগর অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তাঁরা দাগনভূঞা উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দ সংগঠনের সিনিয়র সহসভাপতি জনাব ওয়ালী উল্যাহ সারের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা করেন।