আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ প্রধান অতিথি হিসেবে “সহকারী কমিশনার (ভূমি) গণের বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের মডিউল চুড়ান্তকরণ বিষয়ক সেমিনার-২০২৫”এ বক্তব্য রাখেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব(প্রশাসন) ড. মো: মাহমুদ হাসান; অতিরিক্ত সচিব (জরিপ ও সায়রাত অনুবিভাগ) সায়মা ইউনুস,এনডিসি;অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ) মো: আব্দুর রউফ,এনডিসি; অতিরিক্ত সচিব(উন্নয়ন অনুবিভাগ) মো: এমদাদুল হক চৌধুরী;অতিরিক্ত সচিব(মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ভুমি মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।